নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা, ধর্মশালা (ভারত) থেকে : দেশ ও বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা চলাকালে পুরো শরীরে রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে সাদৃশ্য রেখে রং মেখে গ্যালারি মাতিয়ে রাখেন যে শোয়েব আলী, সেই শোয়েব আলী এখন ধর্মশালায়। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা। আসরের মুল পর্ব শুরু হওয়ার আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশকেও খেলতে হচ্ছে। আর গতকাল নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে মাশরাফি বাহিনী। ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনি ধর্মশালা স্টেডিয়ামের গ্যালারি ‘হলুদ’ সমর্থকদের গর্জনে মুখোরিত হয়ে উঠলো। হলুদ জার্সি পড়া দলটিতে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সদস্যরা। বাংলাদেশের খেলা মানেই তাদের উল্লাস ও উচ্ছাস। সব সময়ই বিরামহীন ভাবে তারা দেশের প্রিয় ক্রিকেটারদের সমর্থন দিয়ে যান। গর্জে উঠেন বাংলাদেশ, বাংলাদেশ চিৎকারে। দেশের মাটি ছাড়িয়ে তাদের এই গর্জন কাল শুনা গেছে ধর্মশালা স্টেডিয়ামও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখতে এবং টাইগারদের সমর্থন দিতে গত ৫ মার্চ ১৮ সদস্যের বিসিএসএ দল ঢাকা থেকে ধর্মশালার উদ্দেশে যাত্রা করে। এই দলে আছেন স্টেডিয়ামের গ্যালারি মাতিয়ে রাখা ‘টাইগার শোয়েব আলী’। যিনি গতকালও পুরো শরীরে রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে সাদৃশ্য রেখে রং মেখে ম্যাচ চলাকালে গর্জন করে গ্যালারি মাতিয়ে রাখেন। এছাড়া বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে ধর্মশালা স্টেডিয়ামের গ্যালারিতে প্রায় হাজার খানেক বাংলাদেশী সমর্থক মাশরাফিদের উৎসাহ দিয়েছেন। গ্যালারীতে উড়িয়েছেন লাল-সবুজ পতাকা। তাদের গর্জনে কাল যেন ধর্মশালা স্টেডিয়াম পরিণত হয়েছিলো এক টুকরো বাংলাদেশে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।