মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্মাণের জন্য প্ল্যান তৈরি। আজ শনিবারই তা প্রকাশ পাবে। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অযোধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বাবরি মসজিদের। সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচ একর জমি মসজিদ নির্মাণ ট্রাস্টকে দেয়া হয়েছিল। এবার সে জমিতেই প্রজাতন্ত্র দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে মসজিদের।
ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সচিব আতাহার হোসেন জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে বেছে নেয়া হয়েছে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য। কারণ ওইদিনই দেশের সংবিধান কার্যকর হয়। ৭০ বছর আগেরই সেই গৌরবোজ্জ্বল দিনকেই ভারতের বহুত্ববাদের প্রতীক হিসাবে ধরা হয়। এ জন্য সেদিনই আমরা শিলান্যাস করব। এ ফাউন্ডেশন মাস ছয়েক আগে তৈরি করে সুন্নী ওয়াকফ বোর্ড।
কী রয়েছে এই প্ল্যানে? জানা গেছে, মসজিদ কমপ্লেক্সে মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতাল, একটি কমিউনিটি কিচেন এবং একটি লাইব্রেরি থাকবে। আজ শনিবার মসজিদের নকশা প্রকাশ করবে ফাউন্ডেশন। সম্পূর্ণ নির্মাণের দায়িত্বে রয়েছেন স্থপতি অধ্যাপক এস এম আখতার। তিনি জানিয়েছেন, একসঙ্গে ২০০০ মানুষ নামাজ পাঠ করতে পারবেন এ মসজিদে। গোলাকৃতির হবে স্থাপত্য।
তিনি এও জানিয়েছেন, নয়া এ মসজিদ বাবরির থেকেও বৃহৎ হবে। কিন্তু সেই কাঠামোর মতো দেখতে হবে না। কমপ্লেক্সের একেবারে কেন্দ্রে থাকবে হাসপাতাল। বিশ্বনবী হযরত মুহাম্মাদ এবং অন্য পয়গম্বররা ১৪০০ বছর আগে ইসলামের যে প্রকৃত শিক্ষা দিয়েছেন সেই পথে হেঁটে মানবিক পরিষেবা দেবে এ হাসপাতাল। ৩০০টি বেড থাকবে তাতে এবং চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা করবেন। সৌরবিদ্যুতে চালিত হবে গোটা কমপ্লেক্স। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।