Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে ফেন্সিডিলসহ ৩ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৭:৪৭ পিএম

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)’র অধীনস্থ দিনাজপুরের বিরলে ডুংডুংগী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর বুধবার আনুমানিক রাত ০৪ টার সীমান্ত পিলার ৩২৪/৬-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিল্লা গ্রামের আব্দুল আলিম এবং মোঃ মিজানুর রহমানের বাড়ী তল্লাশী করে অভিনব কায়দায় ঘরের মেঝের মাটির নিচে পুতে রাখা এবং খড়ের পালার ভিতর লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় ১৯০ বোতল ফেন্সিডিল এবং মাদকদ্রব্য বহনের জন্য ব্যবহ্নত ০১টি মোটর সাইকেল, মোবাইল ০১টি, সীমকার্ড ০২টি এবং মেমোরী কার্ড ১টিসহ ৩ জনকে আটক করেছে।

ধৃত আসামীরা হল, উপজেলার ধর্ম্মপুর ইউপি’র বিল্লা গ্রামের মৃত অফিজ উদ্দিনের পুত্র মিজানুর রহমান (২৭), আব্দুল আলীমের পুত্র মোঃ রাসেল মিয়া (১৭), ও মোঃ রাজু মিয়া (১৮) ধৃত আসামীদের জিঞ্জাসাবাদে আরও ০৮ জন পলাতক আসামীর তথ্য পাওয়া যায়। পলাতক আসামীর নাম ও ঠিকানা- মোঃ আঃ আলিম (২৭), পিতা-মৃত অফিজ উদ্দিন, (২) মোঃ অহেদ (৪৫), পিতা-মোঃ আমির, (৩) মোঃ ছালাম (২০), পিতা-মোঃ আশরাফ (৪) মোছাঃ লাইলি (২৫), স্বামী- মিজানুর রহমান, সকলের গ্রাম-বিল্লা, পোষ্ট-কালিয়াগঞ্জ, থানা-বিরল, জেলা-দিনাজপুর, (৫) শ্রী পরিতোষ (২৬), পিতা-দুলাল চন্দ্র বর্মন, গ্রাম-মেরাগাঁও, (৬) শ্রী আনন্দ (৪০), পিতা-মৃত দ্বিজেন নাথ, (৭) মোঃ বাবু (৩৫) পিতা-আঃ রাজ্জাক, গ্রাম-রঘুনাথপুর (কাটালডাঙ্গী), (৮) শ্রী সব্রুত (২৫), পিতা-মৃত আহ আলম, গ্রাম-মেরাগাঁও,। স্থানীয় লোকজনের ভাস্যমতে জানা যায় ধৃত আসামীগণ কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং গরু চোরাকারবারী। আসামী এবং মালামাল দিনাজপুর জেলাধীন বিরল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৭৭,৭০০ টাকা।উল্লেখ্য, বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিজিবি অত্যন্ত ঝুঁকি নিয়ে সীমান্ত এলাকায় টহল পরিচালনায় তৎপর থাকায় এ ধরনের ফেন্সিডিলের বড় চালানসহ আসামী আটক করতে সক্ষম হচ্ছে বিজিবি’র একটি তথ্য জানিয়েছে।



 

Show all comments
  • AKBAR ALI ১৬ ডিসেম্বর, ২০২০, ৮:৩১ পিএম says : 0
    সকল কে কঠিন শাস্তি প্রদান করা হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ