মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার ৩শ’র বেশি শিক্ষার্থী অপরণের দায় স্বীকার করেছে দেশটির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। মঙ্গলবার এক অডিও বার্তায় গোষ্ঠীর এক মুখপাত্র আবুবকর শেকাউ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আবুবকর শেকাউ। আমাদের ভাইয়েরা শিক্ষার্থীদের অপহরণ করেছে।’ শুধু অপহরণ করার দাবি করলেও কেন তাদের অপহরণ করা হয়েছে তার কিছুই জানাননি তিনি। এমনকি কোন মুক্তিপণের বিষয়ও উল্লেখ করেননি বোকো হারামের এই মুখপাত্র। গেল শুক্রবার রাতে ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বিদ্যালয়ে থাকা আট শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এদের মধ্যে তিন শতাধিক শিক্ষার্থী নিখোঁজ। তাদের উদ্ধারে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নাইজেরিয়াজুড়ে যখন সাড়াঁশি অভিযান চালাচ্ছে, তখনই এমন দাবি করেছে বোকো হারাম। দুর্বৃত্তদের হেফাজতে ঠিক কত শিক্ষার্থী আছে ও কতজন তাদের কাছ থেকে পালিয়ে এসেছে, তা এখনও স্পষ্ট নয়। বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৮৩৯। এর মধ্যে ৩৩৩ জন নিশ্চিতভাবে নিখোঁজ। এত সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনা এর আগে কখনও পাওয়া যায়নি ইতিহাসে। নাইজেরিয়াজুড়ে বইছে শোকের ছায়া। এ ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশের নেতারা। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।