মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভয়ঙ্কর বোকো হারামের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে আফ্রিকার কয়েকটি দেশ। এতে নিহত হয়েছে সংগঠনটির অন্তত ৭৫ জন। নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এতে জানানো হয়, নাইজেরিয়া ও এর প্রতিবেশি দেশগুলো একত্র হয়ে বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালায়। এতে শাদ সীমান্তে সংগঠনটির সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় সেনাদের। এদিকে, নাইজারের দক্ষিণ-পূর্বের শহর দিফাতেও বোকো হারামের সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালায় সেনারা। এতে ২৫ সন্ত্রাসী নিহত হয় ও গ্রেপ্তার হয় আরো ৫০ জন। উদ্ধার করা হয় নানা ধরণের যন্ত্র, অস্ত্র ও যান। বোকো হারামের বিরুদ্ধে বিমান থেকেও হামলা চালানো হয়। একইদিন নাইজারের উত্তর-পশ্চিমাঞ্চলে জোট বাহিনীর বিমান হামলায় ৫০ জিহাদি নিহত হয়েছে। লেক চাদ অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র-গোলাবারুদের গুদাম ধ্বংস হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।