মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসলামী চরমপন্থি বোকোহারামের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হুঁশিয়ার করে বলেছে, আইএসের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে। সপ্তাহান্তে নাইজেরিয়ায় সম্মেলনকে সামনে রেখে তাদের এই হামলা সংকেতপূর্ণ। বোকোহারাম এ অঞ্চলে সব ধরনের সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন করে আসছেÑ এ মর্মে একটি প্রেসিডেন্সিয়াল বিবৃতি অনুমোদন করে ১৫ সদস্যের পরিষদ। এতে ২০১৪ সালে অপহৃত ২১৯ জন নাইজেরীয় ছাত্রীসহ বোকোহারামের হাতে আটক কয়েক হাজার বন্দির মুক্তি দাবি করা হয়। নিরাপত্তা পরিষদ বোকোহারামের ব্যাপারে আঞ্চলিক মতামত মূল্যায়নের লক্ষ্যে রাজধানী আবুজাতে নাইজেরীয় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি’র সম্মেলন আহ্বানকে স্বাগত জানান। মার্কিন সমর্থনপুষ্ট আফ্রিকার সরকারগুলো এই চরমপন্থি গ্রুপটিকে মোকাবেলার ক্ষেত্রে এগিয়ে আছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।