মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজারের অন্তত ৩২ সেনা নিহত হয়েছে। নাইজেরিয়া ও নাইজার সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শত শত সন্ত্রাসী মফস্বল শহর বোসোর একটি সেনা ক্যাম্পে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ৩০ জন নাইজারের সেনা এবং নাইজেরিয়ার দুই সেনা নিহত হয়। এছাড়া, প্রায় ৭০ জন আহত হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। এর আগে, বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছিল যে, নাইজেরিয়া-ভিত্তিক সন্ত্রাসীরা নাইজারের দক্ষিণ-পূর্বে অবস্থতি একটি মফস্বল শহর দখল করে নিয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছে, বোকো হারাম সন্ত্রাসীদের সর্বাত্মক হামলার মুখে কোনো প্রতিরোধ ছাড়াই বোসো শহরের সেনারা নিজেদেরকে প্রত্যাহার করতে বাধ্য হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানবাধিকার কর্মী জানিয়েছেন, নাইজেরিয়া থেকে সন্ত্রাসীরা কোমাদোগু ইয়োবে নদী পার হয়ে নাইজারে ঢুকে এ হত্যাকা- চালায়। এর আগেও বোকো হারা সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে অনেক প্রাণহানি ঘটিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।