গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর নামা শ্যামপুর ওয়াসা রোডে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির দ্বিতীয় তলার প্রায় ২০টি রুম পুড়ে গেছে।
মৃত দেলোয়ার নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সিহায়া ভাসাটি গ্রামের রবি মিয়ার ছেলে। ২ ভাইয়ের মধ্যে ছোট ছিলেন তিনি।
শ্যামপুর ঢাকা ম্যাস এলাকায় সান স্টিল নামে একটি রুলিং মিলে লেবারের কাজ করতেন দেলোয়ার।
থাকতেন নতুন রাস্তা পানির পাম্পের পাশে লিটনের টিনশেড দ্বোতলা বাড়ির ২য় তলার একটি রুমে।
মৃতের বড় ভাই জাকির হোসেন জানান, তারা বাসাটির ২য় তলায় একটি রুমে ৬ জন থাকেন। রাতে সবাই মিলে কাজ করতে যায়। রুমে একাই ছিলেন দেলোয়ার। ভোরবেলায় তারা খবর পান তাদের বাসায় আগুন লেগেছে।
তারা বাসায় গিয়ে দেখেন ফায়ার সার্ভিস আগুন নেভাচ্ছে। পরে তাদের রুম থেকে দেলোয়ারের আগুনে পুলে অঙ্গার হয়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।