মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে পদত্যাগ করলেন পাঞ্জাব পুলিশের ডিআইজি (কারা) লখমিন্দর সিং ঝাখর। তিনি রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে গতকাল রবিবার চিঠি লিখে জানিয়েছেন, কৃষি আইনের প্রতিবাদে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে তিনি আগাম অবসর নিচ্ছেন।
লক্ষিন্দর সিং বলেন, প্রথমত আমি একজন কৃষক, তারপর পুলিশ কর্মকর্তা। আমি যে অবস্থানেই থাকি না কেন, আমার কৃষক বাবা জমিতে কাজ করেছেন এবং আমাকে পড়াশোনা করিয়েছেন। সে কারণে আমার সবকিছুই কৃষির কাছে দায়বদ্ধ।
তিনি আরো বলেন, কৃষকদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য মা আমাকে পদত্যাগ করার ব্যাপারে উৎসাহ দিয়েছে। তার ৮১ বছর বয়সী মা এখনো কৃষিকাজ করেন এবং তাদের গ্রামের পুরো কৃষিকাজ দেখাশোনা করেন।
তাঁর কথায়, দীর্ঘদিন ধরে চাষিরা আন্দোলন করছেন। তাঁদের সমস্যার কথা কেউ শুনছে না। পুলিশের চাকরিতে থেকে তিনি প্রতিবাদকারীদের পাশে থাকতে পারছেন না। নিয়ম অনুসারে পদ ছাড়তে গেলে তিনমাসের আগাম নোটিশ দিতে হয়। তার আগে কেউ পদ ছাড়লে তাঁকে তিনমাসের টাকা জমা দিতে হয়। তিনি তা দিতে রাজি। তিনি নিজে চাষির ছেলে। এখনও তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। উল্লেখ্য, কয়েকমাস আগে জেলের অফিসারদের কাছ থেকে মাসোহারার টাকা নেওয়ার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন লখমিন্দর। পরে তাঁকে ফের চাকরিতে বহাল করা হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।