বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুরে বাকপ্রতিবন্ধি এক তরুণী (৩০)কে ধর্ষণের অভিযোগে ধর্ষক বনি আমিন (৫৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তরুণী ও ধর্ষক সম্পর্কে চাচা-ভাতিজী বলে স্থানীয়রা জানান।
জানা যায়, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বড় পুটিয়া গ্রামের মৃত জৈন উদ্দিনের ছেলে বনি আমিন (৫৫) সোমবার সন্ধ্যায় একই গ্রামের বাকপ্রতিবন্ধি এক তরুণী (৩০)কে বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময যুবতীর চিৎকারে রাস্তায় দিযে হেটে যাওয়া জাহির হাসান (১৭), রুবাইদ হোসেন (১৫), সোহান মিয়া (১৬) ও শান্ত (১৪) ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে এই ঘটনা প্রকাশ হলে যুবতীকে সামাজিকভাবে ক্ষতি করার এবং মেরে ফেলার হুমকিও দেয় ধর্ষক। মঙ্গলবার দুপুরে ধর্ষিতার বড় ভাই এনামুল হক বাদী হয়ে ফুলপুর থানায় বনি আমিনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে ধর্ষক বনি আমিনকে গ্রেফতার করে।
সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুছ সালাম ও ইউপি সদস্য আফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি বনি আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।