Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই- দিলারা জামান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামানের বয়স আশির কাছাকাছি। এ বয়সেও তিনি অভিনয় করে যাচ্ছেন। কঠোর পরিশ্রম করে শূটিং করছেন। স¤প্রতি তিনি তরুণ নির্মাতা সোয়েব সাদিক সজীবের ‘সুজুকি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। কাজটি করতে গিয়ে তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। তিনি বলেন, এ সিনেমার গল্পটা খুবই সুন্দর। সাঁওতাল এক নারীর চরিত্রে অভিনয় করেছি। খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র। একটানা চার দিন রাজশাহীর সাঁওতালপল্লিতে শুটিং করে।ি অনেক কষ্ট করেছি। চরিত্রের প্রয়োজনে পুরো শরীরে কালো মেকআপ দিয়ে সারাদিন থাকতে হয়েছে। তবে কষ্ট হলেও কাজটা করে ভালো লেগেছে। এই বয়সে এতো পরিশ্রম প্রসঙ্গে তিনি বলেন, কাজের মধ্যে থাকলেই আমার ভালো লাগে। অভিনয় করতে কখনই ক্লান্তি আসে না। আর বয়স নিয়ে চিন্তা করি না। সবই মনের ওপর। মনের জোর থাকলে সবই সম্ভব। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই। কারণ দিনশেষে আমি না, আমার কাজগুলোই বেঁচে থাকবে। নাটকের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, এখন একক নাটক করছি না। তিনটি ধারাবাহিকের কাজ চলমান আছে। শুটিং করছি সেগুলোর। এদিকে, নতুন বছরের শুরুতে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং শুরু হচ্ছে। এতে শেখ মুজিবুর রহমানের মায়ের চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। বায়োপিকের কাজ নিয়ে তিনি বললেন, এখন বায়োপিকের অভিনয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছি। অভিনয় জীবনের অতৃপ্তি নিয়ে তিনি বলেন, দেশের মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে। সেই তুলনায় আমি কিছুই দিতে পারিনি। আর শিল্পী জীবনে অতৃপ্তি থাকবেই। যদি কেউ মনে করেন আমি সব করে ফেললাম তখনই সেই শিল্পীর মৃত্যু হয়। সবসময় একটা অতৃপ্তি নিয়েই ছিলাম, আছি এবং থাকবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ