Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

সামাজিক বন রক্ষা করুন

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশের পার্বত্য অঞ্চলসমূহের প্রাকৃতিক বন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। যত্রতত্র অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে বনভূমি ও বৃক্ষ। অন্যান্য অঞ্চলসমূহের মধ্যে কক্সবাজার জেলার বন প্রায় নিঃশ্বেষের পথে। কিন্তু দায়িত্বশীলদের এ ব্যাপারে নেই কোন সচেতনতা। বনের ব্যাপারে অবহেলা আর দায়িত্বহীনতার কারণে সামাজিক বনগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে। যে কোনো দেশের আয়তনের ভিত্তিতে বনায়ন দরকার শতকরা ২৫ ভাগ। এর মধ্য আমাদের দেশে কাগজে-পত্রে রয়েছে ১৭ ভাগ। বাস্তবে ১০ ভাগ হবে কিনা সন্দেহ রয়েছে। সামাজিক বনায়ন রক্ষা না করার কারণে বনায়নের হার প্রয়োজনের চেয়ে অনেক নিচে নেমে এসেছে। এর জন্য আগের তুলনায় অতিরিক্ত হারে বেড়েছে সূর্যের তাপ, কমেছে বৃষ্টি। তাই, বাংলাদেশের সামাজিক বনায়ন রক্ষার্থে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতিমালা চূড়ান্ত করা অপরিহার্য। পাশাপাশি জনগণকেও সামাজিক বন রক্ষা ও অধিক পরিমাণে গাছ লাগানোর উৎসাহ দিতে হবে। সচেতন করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের গুরুত্ব সম্পর্কেও। 

মো. মিরান উদ্দিন
চন্দনাইশ, চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন