পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর যাত্রাবাড়ী মৃধাবাড়ী এলাকায় বোনের বাসায় দাওয়াত খেতে গিয়ে নির্মাণাধীন ভবনের বাউন্ডারির দেয়াল চাপা পড়ে ইয়ামীন উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃতের চাচাতো ভাই কামাল হোসেন জানান, তারা যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় থাকেন। তার বাবার নাম ওয়াজ উদ্দিন। ইয়ামীন মোটরসাইকেলের মেকানিক্যালের কাজ করতেন। গতকাল কাজ না থাকায় তিনি দুপুরে মৃধাবাড়ী এলাকায় চাচাতো বোনের বাসায় দাওয়াত খেতে যান।
কামাল আরো জানান, বোনের বাসা থেকে বের হয়ে এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশে বসে এলাকার কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ইয়ামীন। এ সময় হঠাৎ বাউন্ডারি দেয়ালের কিছু অংশ ভেঙে ইয়ামীনের ওপর পড়ে।পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে ইয়ামীনের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, ইয়ামীনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।