Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ৯ কেজি ১শত গ্রাম রুপা সহ ২জন আটক

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ৫:৫৯ পিএম

ঝিনাইদহে ৯ কেজি ১’শ গ্রাম রুপাসহ শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামে দু’জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা শাহাজাহান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গহেশপুর গ্রামের মোঃ সুন্নত অলীর ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ঝিনাইদহের ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ হয়ে বাসযোগে রুপা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ঝিনাইদহগামী একটি যাত্রীবাহি বাস তল্লাসী করে সন্দেহজনক শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাসী করে উদ্ধার করে ৯ কেজি ১’শ গ্রাম রুপা পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ