মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজধানী দিল্লিতে গত ফেব্রুয়ারি মাসের সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। স্থান পেয়েছেন টাইম ম্যাগাজিনে প্রকাশিত ২০২০ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায়। এবার সেই ‘শাহিনবাগের দাদি’ বিলকিস বানুকে আটক করেছে পুলিশ। কারণ, দিল্লিতে কৃষক বিদ্রোহে শামিল হতে গতকাল দিল্লি-হরিয়ানা সীমান্তে গিয়েছিলেন তিনি। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দিল্লি পুলিশ তাকে আটক করে।
৮২ বছরের বিলকিস বানু গত বছর কনকনে ঠান্ডায় রাতভর অবস্থান নিয়ে বসে থাকেন দিল্লির শাহিনবাগে। একটাই দাবি, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করতে হবে। তারপর একে একে তার সঙ্গে যোগ দেন হাজার হাজার মহিলা। তাকে কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক নেতা-মন্ত্রীরা লোভী, টাকার জন্য আন্দোলনে বসা মহিলা হিসাবে কটাক্ষ করেছিলেন।
কয়েকদিন আগেও কৃষক আন্দোলনে যোগ দেয়া এক বৃদ্ধার সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলে টুইটারে কদর্য ভাষায় আক্রমণ করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। লেখেন, ‘এঁকে তো ১০০ টাকার বিনিময়েই পাওয়া যায়’। যা নিয়ে প্রবল বিতর্কের মুখে পড়তে হয় কঙ্গনাকে। এবার সত্যি সত্যি কৃষক বিদ্রোহে দেখা মিলল ‘শাহিনবাগের দাদি’র।
বিলকিস বানু গতকাল বলেছেন, ‘আমরা চাষির মেয়ে। আমাদের কথা শুনতে হবে সরকারকে’। তাকে আটক করে গাড়িতে তোলার সময় ব্যাপক হই-হট্টগোল হয় দিল্লি-হরিয়ানা সীমান্তে। এদিকে, কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।