Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে ভিওবি’র রাইটিং কনটেস্ট ২০২০

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে স্থবিরতা এসেছে ব্যবসা-বাণিজ্যে। তবুও পরিবর্তনশীল গতিধারার এ ব্যবসায় জগতের অর্থনীতিতে সৃষ্ট হওয়া এ অস্থিরতা কাটিয়ে উঠতে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যেভাবে তাদের ব্যবসায়ের গতিপথে পরিবর্তন এনেছে এবং করোনার কারণে সৃষ্ট এ নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়ে তাদের কার্যক্রমগুলো সফলভাবে স¤পাদনের জন্য যেসকল কৌশল প্রয়োগ করছে তা নিয়ে সকলের চিন্তাভাবনা এবং ধারণাকে মূল্যায়নের উদ্দেশ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ভয়েস অব বিজনেস (ভিওবি) ক্লাবটি প্রতি বছরের মতো আয়োজন করতে যাচ্ছে তাদের সিগনেচার ইভেন্ট ‘ভিওবি রাইটিং কনটেস্ট ২০২০’। এ প্রতিযোগিতায় বিজয়ীর জন্যে রয়েছে পাঁচ হাজার টাকা মূল্যের প্রাইজমানি এবং শীর্ষ তিন প্রতিযোগীর লেখা প্রকাশিত হতে যাচ্ছে ভিওবি ম্যাগাজিনের ১১তম সংখ্যায়। অনলাইনে আয়োজিত এ প্রতিযোগিতাটি বর্তমান সকল ¯œাতক এবং ¯œাতকোত্তর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রতিযোগিতাটি শুরু হয়েছে নভেম্বর এর ২৫ তারিখ। চলবে ডিসেম্বর এর ৫ তারিখ পর্যন্ত। ভয়েস অব বিজনেস ক্লাবটি মূলত বিজনেস ম্যাগাজিন প্রকাশনা ক্লাব। ব্যবসায় শিক্ষা অনুষদের অন্যতম ক্লাবগুলোর মধ্যে বিগত বারো বছর ধরে শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার এবং ইভেন্টের আয়োজন করে আসছে। ব্যবসা জগত সম্বন্ধে শিক্ষার্থীদের সীমাবদ্ধ জ্ঞান এবং পেশাদারদের অভিজ্ঞতা একত্র করার প্রয়াস নিয়েই কাজ করে যেতে চায় এ ক্লাবটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ