Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাই হামলাকারীদের পুরস্কৃত করার দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মুম্বাই হামলাকারীদের পুরস্কারের দাবি জানিয়েছে হামলার অন্যতম পরিকল্পনাকারী তাহাউর রানা। মার্কিন সরকারের তরফ থেকে ফেডারেল আদালতকে এ কথা জানানো হয়েছে। তাহাউর রানার দাবি, ভারতের সঙ্গে যা হওয়া উচিত, ঠিক সেটাই হয়েছে। রানা আরও বলেছে, মুম্বইয়ে লস্কর-ই-তৈয়বার হামলা সাহসিকতার নজির। এটাই হওয়া উচিত। হামলার চক্রান্তের সঙ্গে যুক্ত থাকায় রীতিমতো গর্বিত সে। চলতি বছরের জুন মাসে রানাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। জিজ্ঞাসাবাদের পর মুম্বই হামলার সঙ্গেও যুক্ত থাকার কথা স্বীকার করে নেয় সে। এরপরই তাহাউর রানাকে হেফাজতে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, পাক বংশোদ্ভ‚ত রানা কানাডায় ব্যবসা করতেন। লস্করের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তার। এমনকি, নিজের অফিস খুলে জঙ্গি কার্যকলাপ চালাত রানা। নানা উপায়ে লস্করকে সহযোগিতা
করতেন। হিন্দু, এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ