Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের হামলায় শিয়া মাজারে নিহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ইরানের শিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপসানালয়ে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় হামলায় আহত হন আরও ৪০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় শাহ চেরাগ মাজারে তিনজন সশস্ত্র লোক প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এদের মধ্যে দুই জনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যান। এ হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। নূর নিউজ জানিয়েছে, হামলাকারীরা সম্ভবত ইরানের নাগরিক নয়। ফার নিউজ এজেন্সি বলছে, মাজারে হামলায় নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। মাজারটি শিয়া সম্প্রদায়ের মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ। ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটলো। বুধবার মাহাশার মৃত্যুর ৪০ দিন গড়ায়। এদিনও বিক্ষোভ কর্মসূচি হয় বিভিন্ন জায়গায়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসের হামলায় শিয়া মাজারে নিহত ১৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ