Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহীশূরের মুসলিম মেয়র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার মেয়র হলেন মুসলিম নারী তাসনিম বানু। মুসলিম নারী হিসেবে তিনিই প্রথম এ পদে আসীন হলেন। বিজেপি প্রার্থী গীতা যোগানন্দকে ২৪ ভোটের ব্যবধানে হারিয়ে শহরের সর্বোচ্চ পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে এ পদে বসলেন তাসনিম।
মহীশূর জেলার মিউনিসিপ্যাল সদস্যদের মোট ৭০ টি ভোট রয়েছে। যার মধ্যে ৪৭ ভোট পান তাসনিম বানু। মহীশূর বেশ পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া তাসনিম বলেন, এটি ধরে রাখাই হবে তার প্রথম কাজ। সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নগরীর অন্যান্য সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি। এর আগেও ২০১৪ সালে তাসনীম কংগ্রেসের প্রার্থী হিসেবে ২৬ নম্বর ওয়ার্ডে মিউনিসিপাল সদস্য হিসেবে নির্বাচন করেন। ২০১৮ সালের নির্বাচনের সময় তিনি ভারতীয় জনতা দল (সেকুলার) এ যোগদান করেন তিনি। তাসনীম বানু দুই সন্তানের জননী। তার স্বামী কর্ণাটকের মিনাবাজারে কাপড়ে নকশার কাজ করেন। স¤প্রতি তিনি নিজেই এ সংক্রান্ত ব্যবসা পরিচালনা করছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • Jack Ali ২৮ নভেম্বর, ২০২০, ১১:১৭ এএম says : 0
    May give her support and turned all the Hindu into muslim.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ