পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বিশ্বজুড়ে আবারো ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। গত বছর শীতের মৌসুমে এই ভাইরাসের আবির্ভাব ঘটে এবং স্থবির করে দেয় সম্পূর্ণ বিশ্বকে। গতবারের ধাক্কা সামাল না দিতেই আবার শীতের আগমন। এই মৌসুমে করোনা পরিস্থিতি ভয়াবহ হবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা বাংলাদেশের মানুষ ও সরকারের না থাকায় প্রয়োজন পরিপূর্ণ সতর্কতা ও আগাম ব্যবস্থা। ইতিমধ্যে মাস্ক পরিধান ছাড়া সরকারি-বেসরকারি কোনো সেবা দেয়া হবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অধিকাংশ ব্যাংকিং প্রতিষ্ঠানে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মসজিদে মাস্কবিহীন প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এর পরিপূর্ণ বাস্তবায়ন গুটিকয়েক মসজিদেই লক্ষ করা যাচ্ছে। বাজার-হাট, শপিং মল কোনো প্রকার জনসমাগমে উল্লিখিত প্রজ্ঞাপনের সুষ্ঠু প্রয়োগ পরিলক্ষিত হচ্ছে না। বিনোদন কেন্দ্রগুলোতেও জনগণের অবাধ সমাগম। এজন্য সকল প্রকার ব্যবসায় প্রতিষ্ঠানের অধিকারীদের উক্ত নিয়ম পালনে সোচ্চার ও কঠোর হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার বৃদ্ধিরও কোনো বিকল্প নেয়। সুতরাং, দেশের সর্বত্র মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসিফ হোসেন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।