পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সুস্থ দেহ, সুন্দর মন রক্ষার্থে খেলাধুলার প্রয়োজন। আর এই খেলাধুলার জন্য প্রয়োজন মাঠ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, ঢাকা শহরে প্রয়োজনীয় খেলার মাঠের বড়ই অভাব। যে মাঠগুলো রয়েছে তাও বিভিন্ন সিন্ডিকেটের দখলে। ফলে সাধারণ শিক্ষার্থী তথা শিশু, কিশোর, যুবকরা খেলা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় ১০ মিনিট হতে না হতেই নানা অজুহাতে মাঠ থেকে চলে যেতে বাধ্য করে সিন্ডিকেটচক্র বা অবৈধ দখলকারীরা। এতে একে অপরের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। এমনকি অনাকাক্সিক্ষত ঘটনাও ঘটে। বিভিন্ন পাড়া-মহল্লায় মারামারি পর্যায় পর্যন্ত চলে যায়। ফলে তরুণ সমাজ যখন খেলাধুলা থেকে বঞ্চিত হয়, তখন তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। সুতরাং, শিশু-কিশোর ও যুবকদের মানসিক ও শারীরিক পরিচর্যা এবং বিকাশের জন্য চাই পর্যাপ্ত খেলাধুলার মাঠ। এজন্য সিটি কর্পোরেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় খেলার মাঠের বিষয়টি বিবেচনা করা হয়। নাজমুল হক নাহিয়ান
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।