Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে এক যুবককে পিটিয়ে ৭টি দাঁত ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ২:৪১ পিএম

ইন্দুরকানীতে এক যুবককে পিটিয়ে ৭টি দাঁত ভেঙ্গে দিল প্রতিপক্ষরা। জানা যায়,বুধবার রাতে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের আবুল কালামের ছেলে রাসেল হাওলাদার (২৪)কে পূর্বপরিকল্পিত ভাবে পিটিয়ে তার মুখের ৭টি দাঁত ভেঙ্গে দেওয়া হয়। ঘটনার সময় রাসেল সেউতিবাড়ীয়া গ্রামের নিজ বাড়ী থেকে তার শশুর বাড়ী রওনা করেন। পথিমধ্যে উৎ পেতে থাকা একই গ্রামের নজরুল হাওলাদারের তিন ছেলে শাহিন হাওলাদার (৩০) শহিদ হাওলাদার (২২) ফরিদ হাওলাদার (২০)এবং আঃ হামেদের ছেলে আবু তালেব (৫০) হরমুজ আলীর ছেলে রুহুল হাওলাদার সহ দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে অর্তকিত ভাবে হামলা করে রাসেলের উপা।হামলা চালিয়ে রাসেলের মাথায় ও ঘাড়ে কোপ এবং উভয় চোয়ালের ৭টি দাঁত ভেঙ্গে দেয় ।

প্রত্যক্ষদশী হাফিজুল বলেন,আমি রাসেলের চিৎকার শুনে দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মাথায় ও ঘাড়ে কোপ ও কয়েকটি দাঁত পড়ে থাকতে দেখি ।

রাসেলের পিতা আবুল কালাম জানান, খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নিয়ে আসি । ওরা মোর পোলার ৭টি দাত ভাইঙ্গা দেছে, এবং মাথায় ও ঘাড়ে দাও দিয়া কোপ দেছে । লোকজন না আসলে মোর পোলারে মাইরা ফেলতো ।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আহত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। আমরা এখনও অভিযোগ পাইনি,তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ