Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোরিকশা ছিনিয়ে নিলো পাহাড়ি সন্ত্রাসীরা

চাঁদা না দেয়ায় চালককে মারধর

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

চাঁদা পরিশোধ না করার অজুহাতে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাঙামাটির কুতুকছড়িতে। ঘটনার চারদিনেও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারের পাশাপাশি উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রাঙামাটি সিএনজি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন। 

শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা পাহাড়ে অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজি, ছিনতাই, খুন ও অপহরন ঘটনা বন্ধে সেনা ক্যাম্প স্থাপনের দাবী জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে সন্ত্রাসী কর্তৃক অটোরিক্সা চালককে মারধর ও ছিনতাইকৃত সিএনজি উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ এ দাবি জানান। রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক থেকে দুর্বৃত্তরা চালককে মারধর করে একটি সিএনজি অটোরিকশার ছিনিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদে রাঙামাটির অটোরিকশা শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে রোববারের মধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশে রাঙামাটি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, শ্রমিক নেতা আব্দুল হালিমসহ অন্যান্য শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এর আগে রাঙামাটির সিএনজি অটোরিকশার চালকরা পৌরসভা প্রাঙ্গন থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। সমাবেশ শেষে পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা আঞ্চলিক দলগুলোর উপজাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ