গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইসলামী ভাবধারার তরুণ কবি ও গীতিকার আহমদ বাসির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার (১৮ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
কবির ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বেশ কিছুদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। গতকাল সন্ধার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পরলে তাকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরুণ এ কবির বাড়ি নোয়াখালির সোনাইমুড়ী উপজেলায়। আহমদ বাসির একাধারে কবি, গীতিকার, প্রাবন্ধিক, কথাশিল্পী, উপস্থাপক ও সাংবাদিক ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।