Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মার পাড়ে পতেঙ্গার আদলে সৈকত

অভিজ্ঞতা নিতে চট্টগ্রামে রাজশাহীর মেয়র

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

পদ্মা নদীর তীরে পতেঙ্গা সৈকতের মতো পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজ শহর রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বিনোদনকেন্দ্র গড়ে তোলার এমন ইচ্ছে প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) করা বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন মেয়র। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো পতেঙ্গা সৈকত। সাগর পাড়ের সিটি আউটার রিং রোডের পাশে গড়ে তোলা দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র তার নজর কাড়ে। তিনি জানান, পদ্মা নদীর তীরে এমন বিনোদন কেন্দ্র গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। উদ্যোগ নিয়েছি এ ব্যাপারে সিডিএর সহযোগিতা চাই।
পরে সিডিএ ভবনে চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মেয়র লিটন। বৈঠকে পদ্মার তীরে পতেঙ্গার আদলে বিনোদনকেন্দ্র গড়ে তুলতে সিডিএর প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের সহায়তা কামনা করেন তিনি। তিনি এ লক্ষ্যে সিডিএর একটি টিমকে রাজশাহী ভ্রমণের আমন্ত্রণ জানান।
সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ জাতীয় নেতা কামরুজ্জামানের উত্তরাধিকার খায়রুজ্জামান লিটনের চট্টগ্রাম আগমনে ধন্যবাদ জানান। রাজশাহীতে পতেঙ্গা সৈকতের আদলে পর্যটনকেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
সিডিএর প্রকৌশলী মোস্তফা জামালের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন সচিব ইয়াছমিন পারভীন তিবরীজি। বৈঠকে প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়রপত্নী শাহীন আকতারসহ সিডিএর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈকত

১১ সেপ্টেম্বর, ২০২২
২৪ জানুয়ারি, ২০২২
৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ