পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ব্যাডমিন্টন কোর্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ হোক
শীতের রাতকে চাঙ্গা করতে এবং মানসিক ও শারীরিক অবসাদ দূর করতে ছোট বড় অনেকেই নেমে পড়ে ব্যাডমিন্টন খেলায়। শহর কিংবা গ্রাম সব জায়গায়ই হিড়িক পড়ে যায় খেলাটির।বাসার আঙ্গিনা, পাড়ায় পাড়ায়, রাস্তার অলিতে-গলিতে কোর্ট কেটে চলে ব্যাডমিন্টন খেলা। অধিকাংশ ক্ষেত্রে সন্ধ্যার পর খেলা শুরু হয় বলে আলোর প্রয়োজন পড়ে। আলোর ব্যবস্থা করতে চারশ’-পাঁচশ’, হাজার ওয়াটের বাল্প লাগানো হয় কোর্টের পাশে। বেশিরভাগ ক্ষেত্রে এই লাইটের বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে রাস্তারপাশে মেইনলাইন থেকে নেয়া হয়। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় লাইন সংযোগ নেওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই আসুন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় না করি এবং ঝুঁকির হাত থেকে মানুষকে বাঁচাই। এ ব্যাপারে প্রশাসনকে আরো সচেতন হতে হবে এবং সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে আসন্ন শীতকালে এরকম কোনো কিছু থেকে দেশ এবং দেশের মানুষ রক্ষা পায়।
মো. তোফায়েল আহমেদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
ঢাকা শহরে খেলার মাঠ চাই
সুস্থ দেহ, সুন্দর মন রক্ষার্থে খেলাধুলার প্রয়োজন। আর এই খেলাধুলার জন্য প্রয়োজন মাঠ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, ঢাকা শহরে প্রয়োজনীয় খেলার মাঠের বড়ই অভাব। যে মাঠগুলো রয়েছে তাও বিভিন্ন সিন্ডিকেটের দখলে। ফলে সাধারণ শিক্ষার্থী তথা শিশু, কিশোর, যুবকরা খেলা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় ১০ মিনিট হতে না হতেই নানা অজুহাতে মাঠ থেকে চলে যেতে বাধ্য করে সিন্ডিকেটচক্র বা অবৈধ দখলকারীরা। এতে একে অপরের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। এমনকি অনাকাক্সিক্ষত ঘটনাও ঘটে। বিভিন্ন পাড়া-মহল্লায় মারামারি পর্যায় পর্যন্ত চলে যায়। ফলে তরুণ সমাজ যখন খেলাধুলা থেকে বঞ্চিত হয়, তখন তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। সুতরাং, শিশু-কিশোর ও যুবকদের মানসিক ও শারীরিক পরিচর্যা এবং বিকাশের জন্য চাই পর্যাপ্ত খেলাধুলার মাঠ। এজন্য সিটি কর্পোরেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় খেলার মাঠের বিষয়টি বিবেচনা করা হয়। নাজমুল হক নাহিয়ান
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।