Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ দুই সহোদর আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৬:০৮ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করেছে বিজিবি।আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে ।

বিজিবি জানায়, বুধবার সকালে শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তের ৯৩৭ নং মেইন পিলারের পাশ দিয়ে একটি সন্দেহজনক ব্যাটারি চালিত ইজিবাইকটির গতিরোধ করেন। এ সময় শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় ওই ইজিবাইকটি তল্লাশী চালিয়ে সীটের ভিতর থেকে সাড়ে ৫ কজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ইজিবাইকের চালকসহ দুই সহোদরকে আটক করা হয়। আটকদ্বয় হলেন, উপজলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের আজিজুল হকের বড় ছেলেল আমির হামজা (২৪) ও ছোট ছেলে আব্দুল হালিম বাবু (২২)।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫, বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মাইনুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ