মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমবঙ্গে এক কিশোরী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় হুগলি জেলার চন্দননগরে এ ঘটনা ঘটে। নম্রতা দাস নামে এক কিশোরী তার প্রেমিকের জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেখানে মেয়েকে দেখে বকা দিয়েছিলেন তার বাবা। দ্রুত তাকে বাড়ি ফিরতে নির্দেশ দেন। এর পর বান্ধবীর বাসায় গিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে। পুলিশের দাবি, নম্রতা সেখান থেকে সরাসরি ফোন করে তার এক বান্ধবীকে। অনুষ্ঠান ছেড়ে গঞ্জের বাজারের কাছে তার এক বান্ধবীর ফ্ল্যাটে চলে যায় সে। আবাসনে ঢুকে সরাসরি ছাদে উঠে সেখান থেকে লাফ দেয় নম্রতা। নম্রতার পড়ে যাওয়ার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তাকে কাছেই চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। ঘটনাস্থলে মিলেছে নম্রতার মোবাইল ও মানিব্যাগ। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।