Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

শীতে বয়স্ক ও শিশুদের যত্ন নিন

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

শীত মৌসুম প্রায় চলে এসেছে। গরমের তুলনায় শীত আরামদায়ক হলেও এ সময় বেশ কিছু বাড়তি রোগব্যাধি দেখা যায়। বিশেষ করে, শিশু ও বয়স্কদের জন্য এই সময়টা বেশ জটিলতা তৈরি করে। সাধারণত শীতকালে ঠান্ডা, সর্দি, কাশিসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায়। কিছু ভাইরাসজনিত রোগ শিশু ও বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। এবার এসবের সাথে যুক্ত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ভয়। তাই শীতে শিশু ও বয়স্কদের যত্ন নিতে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একটু অসাবধানতা ডেকে আনতে পারে অনেক বড় সমস্যা। শীতকালের অসুখের মূল কারণ বায়ুবাহিত বিভিন্ন রোগ জীবাণু যা সহজেই ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে শিশুদের সহজেই আক্রমণ করে। বয়স্ক মানুষের কমন সমস্যা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বা শ্বাসনালীর প্রদাহ। যা ঠান্ডা আবহাওয়াতে বাড়তে পারে। এজন্য ঠান্ডা থেকে তাদের দূরে থাকতে হবে। পাশাপাশি আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য ঠান্ডা যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই, শিশু ও বয়স্কদের প্রতি আলাদা নজর রাখতে হবে।

মো. ইউসুফ আহমেদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন