পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
করোনার কারণে গত মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত দেশের সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও বিভিন্ন বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানসমূহে ভিড় জমাচ্ছে। আবার কিছু কিছু শিক্ষার্থী গ্রাম থেকে বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ে আসার পর যারা হলে অবস্থান করতো তারা প্রথমত আবাসস্থলের সমস্যার সম্মুখীন হচ্ছে। এরপর লাইব্রেরি বন্ধ থাকায় তারা বিভিন্ন বই-পুস্তক পড়া থেকে বঞ্চিত হচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাবে। অনলাইন ক্লাসের পাশাপাশি যদি শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের হল ও লাইব্রেরি খুলে দেয়া হয় তবে শিক্ষার্থীরা উপকৃত হবে। বিষয়টি বিবেচনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাছরিন আকতার
আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।