Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঢাকা-১৮ আসনে জয়ী আ.লীগের হাবিব হাসান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ৯:০০ পিএম

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান নির্বাচিত হয়েছেন। ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে তিনি জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ৫ হাজার ৩৬৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ভোট দেন ভোটাররা। বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। তবে সুষ্ঠু ভোট হয়েছে বলে দাবি করেছেন হাবিব হাসান।

আসনটিতে মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন। এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।



 

Show all comments
  • Syed ১২ নভেম্বর, ২০২০, ১১:২২ পিএম says : 0
    যতই বেশ ধরিনা কেন, হায়া শরম না থাকলে আল্লাহ`র হেদায়েত কখনো পাওয়া যাবেনা | নাম ও বেশভুশায় প্রকূত মু`মিন হওয়া যায়না !!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ