বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের চেয়ে ৩ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছে। তিনি মোট পেয়েছেন ৫৯ হাজার ৬৩৮ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান।
গালিভ খান বলেন; সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। এছাড়াও বিএনএফের দলীয় টেলিভিশনের প্রার্থী কামরুজ্জামান খাঁন পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ করা হয়েছে। এই আসনে দুইজন দলীয় প্রার্থীসহ মোট ৩ জন।
তিনি আরও বলেন; এই আসনে ভোট পড়েছে ভোট পড়েছে ১ লাখ ১৯ হাজার ৬৫৮ জন।
এবং গড়ে ভোট পড়েছে ২৯ দশমিক ০৮ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ১ হাজার ২৪০ জন ও ২ হাজার ৪৮০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করছিলোন। এই সংসদীয় আসনটিতে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। ১৭২ টি ভোট কেন্দ্র ১৭২টি ১ হাজার ২৪০ টি ভোট কক্ষে ভোটাররা ভোট দিয়েছেন।
প্রসঙ্গতঃ আব্দুল ওদুদ এর আগে দুইবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।