Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় কুখ্যাত মাদক সম্রাট জাকির আটক

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ৯:৫৪ এএম

পুঠিয়ায় কুখ্যাত মাদক সম্রাট জাকির (২৮) কে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক কুখ্যাত মাদক সম্রাট জাকির উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রামের আবুল কাশেমের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টায় নামাজগ্রাম এলাকায় পুঠিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও একটি বিশেষ বাহিনীর সোর্স হিসেবে খ্যাত জাকিরকে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহীনির চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল জাকির। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করতে পুঠিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছে ২৫০ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ৫২ টি খালি বোতল ও ২৫০ টি বোতলের কর্কসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে জাকিরের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সাকালে আদালতের মাধ্যমে জাকিরকে জেল হাজতে পাঠানো হয়। মাদক বিরোধী এ অভিযান অব্যহত থাকবে বলে এ কর্মকর্তা জানান। এর আগে পুঠিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ১৮ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মাদক বিরোধী পুঠিয়া থানা পুলিশে এ বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবাসায়ীসহ বিভিন্ন মামলার আসামী আটক হওয়া এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ