বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে লুকিয়ে পাচারকালে ২৪ হাজার ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
এ সময় দুই সহোদরসহ গ্রেফতার করা হয়েছে তিনজনকে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া হারবাং এলাকায় সোমবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৭ চট্টগ্রাম।
গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়া উপজেলার উত্তর হরিণা গ্রামের মো. আবুল কাশেমের পুত্র মো. বেলাল উদ্দিন (২১) ও মো. হেলাল উদ্দিন (২৩) এবং একই উপজেলার চরম্বা গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র নুরুল আমিন (৩৩)।
র্যাব জানায়, তারা তিনটি মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিল।
তাদের দেখানো মতে, মোটরসাইকেলের জ্বালানী তেলের ট্যাঙ্কের ভেতরে লুকানো এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।