মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘তুর্কি প্রতিরক্ষা বন্দর-দক্ষিণ এশিয়া’ শীর্ষক মেলায় বিভিন্ন দেশের ১৪২জন প্রতিনিধির সাথে অনলাইন সংলাপ অনুষ্ঠিত হয়েছে গত ২৬-২৮ অক্টোবর।এতে তুর্কি প্রতিরক্ষা কোম্পানীগুলো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান সেনাবাহিনীর আরও কাছাকাছি আসার সুযোগ পায়।–আনাদোলু এজেন্সী
অংশগ্রহণকারী সংস্থাগুলো থেকে আনাদোলু এজেন্সীর প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মাহবুব-উল ইসলাম বলেন, তারা তুর্কি কোম্পানী নির্মিত হেলিকপ্টার জাহাজ ও পেট্রোলচালিত নৌকার প্রতি আগ্রহী। তিনি বলেন, আমরা অ্যাসেলসান, হ্যাভেলসান ও রকেটসানের সাথে কাজ করে সন্তুষ্ট।হ্যাভেলসান কমান্ড কন্ট্রোল সেন্টার খুবই সফল বলেও তিনি উল্লেখ করেন।
মিটিংয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ম্যাকেটসান প্রতিরক্ষা রেটিনার রাডার ও আলফা ইকেট্রো মেটাল প্রোডাক্টে বেশ আগ্রহ দেখান। শ্রীলংকান সেনা কর্মকর্তারা বলেন, তারা তুর্কি প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।তারা তুরস্ককে ল্যান্ড সিস্টেম প্রোডাক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছেন।মেলাটি দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে আয়োজিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।