Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেন দলে ফিরলেন মোরাতা, কোকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

চলতি মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সুইজারল্যান্ড ও জার্মানির বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের জন্য গতপরশু এক ভিডিও বার্তায় ২৫ সদস্যের দল ঘোষণা করেন স্পেন কোচ লুইস এনরিকে। লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন ফরোয়ার্ড আলভারো মোরাতা ও মিডফিল্ডার কোকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে।

ফিরেছেন করোনাভাইরাসের কারণে গত অক্টোবরের সূচিতে দলের বাইরে থাকা নাপোলি মিডফিল্ডার ফাবিয়ান রুইস ও অ্যাথলেতিক বিলবাও ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। চোটের কারণে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহাল। কোভিড-১৯ থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট না হওয়ায় দলে নেই লিডস ইউনাইটেড ফরোয়ার্ড রদ্রিগো মরেনো। বাদ পড়েছেন আর্সেনাল মিডফিল্ডার দানি সেবাইয়োস।
গোলখরায় ভোগা স্পেন গত মাসের তিন ম্যাচে করেছিল মাত্র এক গোল। এই সমস্যা কাটিয়ে ওঠার লক্ষ্যে প্রায় এক বছর পর ডাকা হয়েছে ভালো ছন্দে থাকা মোরাতাকে। আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টসে খেলা এই স্ট্রাইকার চলতি চ্যাম্পিয়ন্স লিগে করেছেন সর্বোচ্চ চার গোল।
আগামী বুধবার নেদারল্যান্ডসের মাঠে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। তিন দিন পর শনিবার বাসেলে সুইজারল্যান্ডের বিপক্ষে এবং এর তিন দিন পর আগামী ১৭ নভেম্বর সেভিয়ায় জার্মানির বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলবে এনরিকের দল। উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপে চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। জার্মানি ৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউক্রেন। সুইজারল্যান্ডের পয়েন্ট ২।

স্পেন দল
গোলরক্ষক : ডেভিদ ডি গিয়া, কেপা আরিসাবালাগা, উনাই সিমোন। ডিফেন্ডার : সের্গি রবের্তো, হেসুস নাভাস, সার্জিও রামোস, এরিক গার্সিয়া, পাউ তরেস, ইনিগো মার্তিনেস, হোসে গায়া, সের্গিও রেগিলন। মিডফিল্ডার : রদ্রি, সার্জিও বুসকেতস, ফাবিয়ান রুইস, সার্জিও কানালেস, মিকেল মেরিনো, কোকে, মার্কোস ইয়োরেন্তে। ফরোয়ার্ড : আদামা ত্রাওরে, দানি ওলমো, ফেররান তরেস, জেরার্ড মরেনো, আলভারো মোরাতা, আনসু ফাতি ও মিকেল ওইয়ারসাবাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ