Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাদালের ১০০০

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম


বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি দারুণ কীর্তি গড়েছেন রাফায়েল নাদাল। টেনিসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক হাজার এটিপি ট্যুর ম্যাচ জয়ের মাইলফলকে পৌঁছেছেন স্প্যানিশ তারকা। প্যারিস মাস্টার্সে বুধবার স্বদেশি ফেলিসিয়ানো লোপেসকে হারিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এই উপলক্ষ্যে ‘১০০০’ লেখা একটি স্মারক তুলে দেওয়া হয় নাদালের হাতে। এই মাইলফলক ছোঁয়া আগের তিন জন হলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি জিমি কনরস (১২৭৪), নাদালের দীর্ঘ দিনের প্রতিপক্ষ রজার ফেদেরার (১২৪২) ও চেক রিপাবলিক গ্রেট ইভান লেন্ডল (১০৬৮)।
ফরাসি ওপেনে নিজের ১৩তম শিরোপা দিয়ে ফেদেরারের ২০ গ্র্যান্ড সø্যামের রেকর্ড স্পর্শ করার এক মাসের মাথায় দারুণ এই কীর্তি গড়লেন নাদাল। আজকের এই অবস্থানে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বলে জানালেন তিনি, ‘এই মাইলফলকে পৌঁছাতে আমাকে অবশ্যই অনেক কিছু ভালোভাবে করতে হয়েছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাদাল

২২ ফেব্রুয়ারি, ২০২৩
৫ সেপ্টেম্বর, ২০২২
২৭ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ