মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আলোচিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। রিপাবলিক টিভি তাদের অফিসিয়াল টুইটার পাতায় ঘটনাটি নিশ্চিত করেছে। গতকাল সকালে অর্ণব গোস্বামীকে তার বাড়ি থেকে পুলিশ ভ্যানে তোলা হয় বলে জানা গেছে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ৫৩-বছর বয়সী একজন ইন্টেরিওর ডিজাইনারের আত্মহত্যার ঘটনার সঙ্গে অর্ণব গোস্বামীর সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার ওই ঘটনাটি দুই বছর আগে ঘটেছে। অর্ণব গোস্বামীর গ্রেফতারের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের একজন মন্ত্রী প্রকাশ জাভেড়কর এই ঘটনাকে গণমাধ্যমের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে।’ আরেকজন ইউনিয়ন মিনিস্টার রবি শংকর প্রসাদ বলেন, অর্ণব গোস্বামীর গ্রেফতার নিন্দনীয়, অযৌক্তিক ও দুশ্চিন্তার বিষয়। বিজেপির নেতা জয় পান্ডা পুলিশের সমালোচনা করে বলেন, বিষয়টিকে অঘোষিত এক জরুরি অবস্থার মতো মনে হচ্ছে। রিপাবলিক টিভি তাদের বিবৃতিতে অভিযোগ করেছে, অর্ণব গোস্বামীকে নিয়ে যাওয়ার সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
ভারতের চলচ্চিত্র তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অর্ণব গোস্বামী মুম্বাই পুলিশের সমালোচনায় সোচ্চার ছিলেন। নানা সময়ে তিনি মুম্বাই পুলিশ নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। মুম্বাইয়ের পুলিশ কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে তার আর মুম্বাইয়ের পুলিশ কমিশনার থাকার অধিকার নাই। তবে সম্প্রতি রিপাবলিক টিভি নতুন করে আলোচনায় আসে টিআরপি নিয়ে পুলিশি তদন্তের সময়। এ সময় অনেকে প্রশ্ন তোলে যে পুলিশ বদলা নিচ্ছে কি-না। কিন্তু মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমভীর সিং স্পষ্টতই বদলা নেয়ার এই তত্ত্ব অস্বীকার করে বলেন, তাদের কাছে টিআরপি মাপার সংস্থাটি নিজেরাই এগিয়ে এসে অভিযোগ দায়ের করেছিল - তারপরে তদন্ত করা হয় সম্পূর্ণ পেশাদারীত্বের সঙ্গে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।