Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হযেছে। গতকাল সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত রমা চাঁন ওরফে ছিপাই বেগম (৬২) মিটামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজী পাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

এর আগে গত শনিবার বিকাল ৫টার দিকে মিটামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এক বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে তিন ছেলে, এক মেয়ে এবং পাঁচ নাতি-নাতনি।

কাঠখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় আটজনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ