Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জানাতে বাকৃবিতে ওয়েবিনার

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৪:৪২ পিএম

আসন্ন শীতে পুরো বিশে^র মতো বাংলাদেশেও করোনার প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। আর তাই শীতে করোনা প্রতিরোধে কি কি করণীয় তা জানাতে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের নিয়ে একটি ভার্চুয়াল ওয়েবনারের আয়োজন করেন বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস)। রবিবার রাত ৯ টার দিকে ওই ভার্চুয়াল ওয়েবনারের আয়োজন করা হয়।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নুর আলী খানের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোহম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় ওয়েবনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রো ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান , বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি এমিরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক সহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা।

ওয়েবনারের শুরুতে করোনা ভাইরাসের পরিচিতি, প্রাদুর্ভাব এবং শীতে করোনা পরিস্থিতিতে করণীয় এবং বিভিন্ন সচেতনতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশ^বিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

এরপর আসন্ন শীতকালে শিক্ষক, শিক্ষার্থীদেও নানা সাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দেন বিশ^বিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. ফয়েজ আহমেদ। এছাড়াও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে নানা করণীয় তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েবিনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ