Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

সুস্থ জাতি গঠনে প্রযুক্তির নিয়ন্ত্রণ জরুরি

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তির কল্যাণে পৃথিবীর এই বৈপ্লবিক উত্থান। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কিন্তু প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক অবক্ষয়ের মূল কারণ এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার। ফলে বাড়ছে অপরাধ, কমছে মূল্যবোধ ও নৈতিকতা। প্রায় ৯০% অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরী ইন্টারনেটে তাদের মূল্যবান সময় নষ্ট করছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তাদের পড়াশোনা, গবেষণামূলক কাজ, বিশ্লেষণধর্মী কাজে ব্যস্ত থাকার কথা, কিন্তু তা না করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অযথা সময় ব্যয় করছে। তথ্য যাচাই না করেই বিভিন্ন প্রতারণামূলক তথ্য বিশ্বাস করে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। ফলে সমাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারে সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থাপনার অভাবে তথ্য বিকৃতি, কম্পিউটার হ্যাকিং, ব্যক্তিগত তথ্য ও ছবি চুরি, গোপন ভিডিও ধারণ ইত্যাদি অপরাধ বাড়ছে। অনেকেই ভুয়া সম্পর্কের ফাঁদে পড়ে নিজের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে একসময় ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। বিভিন্ন ধর্মীয়, শ্রেণি পেশার মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে সাধারণ বিষয়কে সহিংস করে তুলছে। অশ্লীল কথাবার্তা, গুজব, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে এমনকি প্রশ্ন ফাঁসের মতো ঘৃণ্য কাজ হচ্ছে প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে। তাই সমাজ, দেশ ও জাতিকে বাঁচাতে প্রযুক্তির নিয়ন্ত্রণ জরুরি। পাশাপাশি ইন্টারনেট ও অন্যন্য প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। প্রযুক্তির ভালো দিক গ্রহণ করা এবং খারাপ দিক বর্জনের প্রচার প্রচারণা চালাতে হবে তবেই প্রযুক্তি আশীর্বাদ হয়ে উঠবে দেশ ও জাতির জন্য।

মোসা. হাবিবা খাতুন
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন