Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের ভাঙ্গায় অভিযানে নিষিদ্ধ ইলিশ জব্দঃ আটক-১

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ৬:০১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার থেকে এসব মাছ জব্দ করা হয় । এসময় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে সাঈদ শেখ(৩০) ও বাবু শেখ(৪০) আটক করা হয়। আটককৃতদের বাড়ি উপজেলার ঘারুয়া বাজার এলাকায়। উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার(ভ’মি) মোহাম্মদ আল-আমীন আটক সাঈদ শেখকে ২১ দিনের কারাদন্ড এবং বাবু শেখকে ১ হাজা টাকা জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাঈদের নিকট থেকে মাছ জব্দের পাশাপাশি ২ জনকে আটক করা হয়। পরে প্রজনন মৌসুমে নিষিদ্ব মা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে তাদেরকে সাজা প্রদান করা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানার অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক সহ এলাকার সচেতন ব্যাক্তি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ