বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার দুপুরে র্যাবের গোপন অভিযানে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩৫০ বস্তা চাউল আটক হয়েছে। সরিষাবাড়ী উপজেলা প্রশাসন খবরটির সততা স্বীকার করেছেন। র্যাব ১৪ জামালপুর এর কোম্পানী কমান্ডার এ এসপি সবুজ রানা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারের চাউল ব্যবসায়ী কবীর হোসেন ও মজিবর রহমানের ঘর থেকে ৩৫০ বস্তা চাউল আটক করি। আমাদের খবর পেয়ে ঐ দুই ব্যবসায়ী ঘর বন্ধ করে পালিয়ে যায়। পরে আমরা তালা ভেঙ্গে ৩৫০ বস্তা চাউল উদ্ধার করি। পিংনা বাজারে বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, কবীর এবং মজিবর তারা উভয়ই টাউল ব্যবসায়ী। তারা চাউল গুলো কোথা থেকে ক্রয় করেছে তা আমরা জানিনা। তবে কেউ কেউ ধারনা করেছে, খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলারেরা ঐ চাউল রাতের আধারে গোপনে বাজারে বাহিরের ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছে। এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মদ জানান, র্যাব গোপন অভিযান চালিয়ে ঐ চাউল গুলো উদ্ধার করেছে এবং র্যাব কম্পানী কমান্ডার প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নিবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।