Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ ইউপি ও ৩ উপজেলায় নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়ী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ৯:৪৫ এএম

সারাদেশে কয়েকটি ইউপি ও উপজেলা নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন।

নরসিংদীর আদিয়াবাদ ইউপি উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী: নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী সেলিম নৌকা প্রতীকে ৩ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান ভূঞা চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯৩ ভোট।


লালমনিরহাটে আওয়ামী লীগের দুজন ও স্বতন্ত্র এক প্রার্থী জয়ী : লালমনিরহাটের তিন ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টাকা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়। হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মজিবুল আলম সাদাত (নৌকা), ২ নং গড্ডিমারী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা) ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্রনাথ বর্মন (মোটর সাইকেল) বিজয়ী হয়েছেন।


নরসিংদীর আদিয়াবাদ ইউপি উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী : নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী সেলিম নৌকা প্রতীকে ৩ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান ভূঞা চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯৩ ভোট।


লালমনিরহাটে আওয়ামী লীগের দুজন ও স্বতন্ত্র এক প্রার্থী জয়ী : লালমনিরহাটের তিন ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টাকা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়। হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মজিবুল আলম সাদাত (নৌকা), ২ নং গড্ডিমারী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা) ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্রনাথ বর্মন (মোটর সাইকেল) বিজয়ী হয়েছেন।

কেরালকাতা ইউপিতে স ম মোর্শেদ চেয়ারম্যান নির্বাচিত : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী স ম মোর্শেদ নৌকা প্রতীকে ৬ হাজার ৮০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী আব্দুর রউফ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৭৭ ভোট।

কালীগঞ্জে উপনির্বাচনে নৌকার প্রার্থী অলি নির্বাচিত : গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অলিউল ইসলাম অলি বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১২ হাজার ৭৪৩ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ‌্যাডভোকেট সিরাজ মোড়ল চশমা প্রতীকে ৫ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন।


লক্ষ্মীপুরে তিন ইউপি উপনির্বাচনে নৌকার প্রার্থীরা জয়ী : লক্ষ্মীপুরে তিন ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে নুরুল আমিন, রায়পুরের কেরায়োয় শাহীনুর বেগম রেখা জয়ী হয়েছেন। এছাড়া, রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী শাহনাজ বেগম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঘারিন্দা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী : টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহামেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান জানিয়েছেন, তোফায়েল আহামেদ ৬ হাজার ২৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হোসেন সরকার আনারাস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।

শরণখোলা উপজেলা চেয়ারম্যান শান্ত : মঙ্গলবার বাগেরহাটের শরণখোলা উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত নৌকা প্রতীকে ৫৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৬৭ ভোট ও বিএনপি মনোনীত মতিয়ার রহমান খান ধানের শীষ প্রতীকে ৬৭৩ ভোট পেয়েছেন।

মান্দা উপজেলা পরিষদের চেয়ারম‌্যান হলেন এমদাদুল : নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে ৬৫ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোল্লা এমদাদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মকলেছুর রহমান পেয়েছেন ১৪ হাজার ৯১ ভোট।

যশোর উপজেলা পরিষদের চেয়ারম‌্যান নীরা : যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ২ লাখ ৭৬ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নূর-উন-নবী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৫৪ ভোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ