Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গজারিয়ায় আসামী আটকের প্রতিবাদে সমর্থকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১০:০৪ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়য়া বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান ও তার ছোটভাই আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধানকে আটকের প্রতিবাদে সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ প্রায় এক ঘণ্টা টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ।
পুলিশ জানায়, র‌্যাব -৪সদস্যরা আজ ( রবিবার) বিকেলে বিকেল সাড়ে চারটার আল-আমিন প্রধান রিটু প্রধান এবং তাদের ব্যবসায়িক পার্টনার আলমগীর হোসেনকে তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় তাদের ব্যবসায়ী কার্যালয় থেকে আটক করে।তাদের আটকের খবরে ৭/৮'শ সমর্থক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় অবস্থান নেন। এক পর্যায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে যানচলাচল বন্ধ করে দেয়। এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে বিক্ষোভ কারীদের সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ