Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত পরিকল্পনামন্ত্রীর জন্য সিলেট প্রেসক্লাবের দোয়া মাহফিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৫:৩৪ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেট প্রেসক্লাবে। বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর সিলেট প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল । এতে মোনাজাত পরিচালনা করেন সাগরদিঘীরপার এলাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম। দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, সিলেট প্রেসক্লাবের সম্মানিত সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গণমাধ্যমবান্ধব ও উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ এ ব্যক্তিত্ব এখন করোনায় আক্রান্ত । দেশ ও সিলেটের উন্নয়নের পাশাপাশি সিলেট প্রেসক্লাবের উন্নয়নেও রয়েছে তাঁর বিশেষ অবদান। এছাড়া তাঁর স্বপ্নের বিশ্ববিদ্যালয়সহ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে মহান আল্লাহ যেন তাকে আরও দীর্ঘ হায়াত দান করেন আমরা এই দোয়া করি। আমরা আশু রোগমুক্তি কামনা করছি এবং সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাবেক সহ-সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী, মুহাম্মদ আমজাদ হোসাইন ও আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ ও মো. আফতাব উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, সাংবাদিক-গল্পকার সেলিম আউয়াল, প্রেসক্লাব সদস্য জেড এম শামসুল, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. মুহিবুর রহমান, এম রহমান ফারুক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোয়া মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ