বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজারের কুলাউড়া নোয়াখালী থেকে বেড়াতে এসে এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর রাতে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার ১৪ অক্টোবর সকালে থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন উপজেলার গাজিপুর এলাকার আরজন আলী (২৪), একই এলাকার কাশেম আলী (২৫) ও পাপ্পু সূত্রধর (২৩)।
গণধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি নোয়াখালীতে। কিশোরী কুলাউড়ার জয়পাশা এলাকায় তাঁর সৎ বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৩ অক্টোবর রাতে ওই কিশোরীর সৎ বাবা টাকার জন্য কিশোরী মেয়েকে ওই তিন যুবকের হাতে তুলে দেয়। পরে ওই মেয়েকে ৩ যুবক মনছড়া এলাকার এক বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বুধবার সকালে বিষয়টি মনছড়ার স্থানীয় বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে ও তিন ধর্ষণকারীকে গ্রেপ্তার করে। ঘটনার প্রধান আসামি ওই কিশোরীর সত বাবা ইমরান হোসেন পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।