Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ বন্যার কবলে কেনিয়া, সুদান, ইথিওপিয়া, পূর্ব ও মধ্য আফ্রিকার দেশসমূহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১০:০৬ এএম

বিভিন্ন প্রাকৃতিক দুর্ভোগে বিশ্বের মানুষ খুব কষ্টের মধ্যে আছে। এদিকে বিশ্ব যখন করোনা বিরুদ্ধে লড়ছে, এরি মাঝে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকা মহাদেশের বহু দেশ, বলতে গেলে মহাদেশের বিশাল একটি অংশ এখন ভয়াবহ বন্যার কবলে। বন্যা কবলিত সবগুলি দেশেই সংক্রমণ, জনজীবনকে ব্যাহত করেছে। এখন বন্যায়, গৃহহীন হয়েছেন বিশাল এক জনগোষ্ঠী। অনেক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায়, হত-দরিদ্র জনগণ চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।

ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের কর্মকর্তা, নিয়েক দে গোইজ বলেন, তার কথায়, "আমরা পঙ্গপাল দেখেছি এবং এখন কভিড- ১৯ 'র মাঝেই দেখছি ভয়াবহ বন্যা আর জনগণের দুর্দশা। তাই এ বছরটা আফ্রিকার জনগণের জন্য কষ্টের একটি বছর :একাধারে অনেক জায়গায় লক ডাউন, আর বন্যার কারণে,যতটুকু সাহায্য তাদের পাওয়ার কথা, তা থেকেও তাঁরা আজ বঞ্চিত। ভয়েস অব আমেরিকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ