Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের বন্যার্তদের উদ্ধারে অংশ নিচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৭ পিএম

পাকিস্তানের চীনা প্রতিষ্ঠানগুলো বন্যা দুর্গতদের উদ্ধারে অংশ নিচ্ছে। পাকিস্তানে গত জুন মাস থেকে এই পর্যন্ত বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮১জন।

পাকিস্তানের রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবিলা ব্যুরো স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) এই পরিসংখ্যান প্রকাশ করেছে। জানা গেছে, এবারের বন্যায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে দুর্যোগ কবলিত এলাকায় চীনা প্রতিষ্ঠাগুলো ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও উদ্ধারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

গোয়াদার অঞ্চলে স্থানীয় চীনা প্রতিষ্ঠান ও কর্মীরা স্থানীয় জনগণের উদ্ধার ও ত্রাণের জন্য ৬৮.৮৪ লাখ রুপি সংগ্রহ করেছে। সূত্র: সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যার্তদের উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ