মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নভেল করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনকে প্রাথমিক উপায় হিসেবে ব্যবহার না করতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির বিশেষ দূত ডা. ডেভিড নাবারো বলেন, করোনার প্রকোপ শুরুর পর্যায়েই এটি নিয়ন্ত্রণে লকডাউন আরোপ করার নীতিতে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাজ্যের সংবাদ সাময়িকী দ্য স্পেকটেটরের সাংবাদিক অ্যান্ড্রু নিলকে দেয়া সাক্ষাৎকারে লকডাউনের নেতিবাচক দিকগুলো তুলে ধরে এ কথা বলেন ডা. নাবারো। ডা. নাবারো বলেন, লকডাউনের ফলে বিশ্বেক্ষুধা ও দারিদ্র্য বেড়েছে। ধ্বংসের মুখে পতিত হয়েছে পর্যটনশিল্প। বিশ্বজুড়ে কৃষকদের অবস্থা দেখুন। দারিদ্র্যের হার নিচে নামছে। মনে হচ্ছে, আগামী বছর নাগাদ দারিদ্র্যের হার দ্বিগুণ হতে যাচ্ছে। শিশুর পুষ্টিহীনতা দ্বিগুণ হতে যাচ্ছে। এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের ছয় হাজারের বেশি চিকিৎসাবিজ্ঞানী করোনাভাইরাসের কারণে আরোপিত লকডাউনে ‘অপূরণীয় ক্ষতি’র কথা উল্লেখ করে লকডাউন এড়িয়ে যাওয়ার আহবান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রে লকডাউনের ফলে শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এ ছাড়া বেড়েছে মাত্রাতিরিক্ত মাদকের ব্যবহার ও পারিবারিক সংঘাত। একটি গবেষণার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার এসব তথ্য দেয়। এ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে প্রায় দুই লাখ ২০ হাজার এবং বিশ্বে মোট ১০ লাখ ৮১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৭ লাখের বেশি মানুষ। দ্য স্পেকটেটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।